এসি বিল কমানো উপায় | এসির যত্ন | Air Conditioner bill Calculation

এসি বিল কমানো উপায় | এসির যত্ন  |

Air Conditioner bill calculation 


এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব, এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি ইত্যাদি,এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti, এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন, এসির বিদ্যুৎ বিল কমানো উপায়, এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় এসির বিদ্যুৎ বিলের হিসাব এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation

 

এসির বিদ্যুৎ বিল হিসাব | এসি বিল কমানো উপায় | Air Conditioner bill Calculation


এসি অপারেটিং সিস্টেম। এসির যত্নের উপায়

ভ্যাপসা গরমে  এসির শীতল হাওয়া যেন প্রশান্তির ছোঁয়া।

 থেকে বাঁচতে এসির প্রয়োজনীয়তা এখনও। গরমে স্বস্তি পেতে এসির জুড়ি নেই।  গরম থেকে স্বস্তি পেতে বাসায় এসি ব্যবহার করে থাকেন। অনেকে আবার নতুন এসি কেনার জন্য ধারণা নিচ্ছেন।

তবে ভয় থাকে এসি ব্যবহারের কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে ? 

কিছু নিয়ম মেনে যদি আপনি এসি চালান তবে বিদ্যুৎ বিল কম আসবে। 

জেনে নেই কিভাবে সঠিক নিয়মে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে।

এসির বিদ্যুৎ বিল হিসাব | এসি বিল কমানো উপায় | Air Conditioner bill Calculation এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Hishab 

আমরা জানব এসি অপারেটিং সিস্টেম, এসির যত্নের উপায়,  এসির বিদ্যুৎ বিল কমানো এবং এসির বিল হিসাব করার পদ্ধতি, এসির দাম কেমন,কোন কোম্পানির এসি ভালো বিস্তারিত :

এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব, এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি ইত্যাদি,এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti, এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন, এসির বিদ্যুৎ বিল কমানো উপায়, এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় এসির বিদ্যুৎ বিলের হিসাব এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation


এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব, এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি ইত্যাদি,এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti, এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন, এসির বিদ্যুৎ বিল কমানো উপায়, এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় এসির বিদ্যুৎ বিলের হিসাব এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation 


এসির ক্যাপাসিটি  এসি টন বলতে কি বুঝি

এসির ক্যাপাসিটি টন হিসাব করে থাকি কিন্তু এটি মূলত  BTU = British thermal unit 

1 টন = মূলত  12000 BTU 

1.5 টন =  মূলত 18000 BTU 

2 টন = মূলত  24000 BTU


12000 BTU হচ্ছে একটি এসি রুম থেকে প্রতি ঘন্টা 12000 BTU পরিমাণ তাপ অপসারণ করতে সক্ষম।


রুমের সাইজ অনুযায়ী  রুমের জন্য কত টন এসি লাগাবেন 

120 স্কয়ার ফিট রুমের জন্য = 1 টন বা, 12000 BTU

200 স্কয়ার ফিট রুমের জন্য = 1.5 টন বা, 18000 BTU

350 স্কয়ার ফিট রুমের জন্য = 2 টন বা, 24000 BTU

এছাড়া অনেকগুলো বিষয়ের উপর এসির ক্যাপাসিটি নির্ভর করে যেমন: 


এসি রুম কিচেনে আশেপাশে কিনা ?

আপনার রুম টপ ফ্লোরে কিনা ?

রুমে কতজন মানুষ থাকে ? 

সূর্যের আলো রুমে সরাসরি আসে কিনা ?

রুমে জানালা কয়টি ?

এই সব বিষয় ছাড়াও আরো অনেক কিছুর উপর নির্ভর করে,।


সাধারণত এসি চার ধরনের ৪ ধরনের হয়  

1.উইন্ডো টাইপ এসি

2.স্পলিট টাইপ এসি

3,ক্যাসেট টাইপ এসি

4.ফ্লোর স্টেন্ড টাইপ এসি

 উইন্ডো টাইপ এসি সেট করার সময় রুমের দেওয়াল কাটতে হয় বলে - এই এসি বেশি ব্যবহার করা হয় না। কিন্তু এই উইন্ডো টাইপ এসি  অনেক টেকসই উন্নত। 

উইন্ডো টাইপ এসি বেশি ব্যবহার হয় কলকারখানা বেশি ব্যবহার করা হয়ে থাকে।


বর্তমান বাজারে এসির দাম কত, Air Conditioner price in Bangladesh

এসির দাম বর্তমান দাম অনুযায়ী কম বা,বেশি হতে পারে, মার্কেট যাচাই করে নিবেন।

ওয়ালটন(Walton)

1 টন এসির  বর্তমান দাম 48,900/- টাকা

1.5 টন এসির  বর্তমান দাম  56,000/- টাকা

2 টন এসির  বর্তমান দাম 81,000/- টাকা


এলজি (LG)

1 টন এসির  বর্তমান দাম  74000/- টাকা

1.5 টন এসির  বর্তমান দাম  1,05,000/- টাকা

2 টন এসির  বর্তমান দাম  1,15,000/- টাকা


গ্রি (Gree)

1 টন এসির  বর্তমান দাম  46,000/- টাকা

1.5 টন এসির  বর্তমান দাম  54,000/- টাকা

2 টন এসির  বর্তমান দাম  74,000/- টাকা


জেনারেল ( General)

1 টন এসির বর্তমান দাম 74000/- টাকা 

1.5 টন এসির  বর্তমান দাম  85000/- টাকা

2 টন এসির  বর্তমান দাম  1,18,000/- টাকা



স্যামসাং (Samsung) 

1 টন এসির  বর্তমান দাম  67,000/- টাকা

1.5 টন এসির  বর্তমান দাম  84,000/- টাকা

2 টন এসির  বর্তমান দাম  94,000/- টাকা

সিংগারা (Singer) 

1 টন এসির  বর্তমান দাম  52,000/- টাকা

1.5 টন এসির  বর্তমান দাম 76,000/- টাকা

2 টন এসির  বর্তমান দাম 84,000/- টাকা



এসির মডেলের উপর ডিপেন্ড করে  দাম হয়ে থাকে। আপনারা এসি কেনার আগে শোরুমে গিয়ে এসি দাম ভালো ভাবে যাচাই করে এসি কিনবেন। 


এছাড়াও বাজারে  চায়নিজ ব্রান্ডের এসি রয়েছে যা আরো কম দামে কিনতে পারবেন।


 এসির বিদ্যুৎ বিল হিসাব নিচে দেখানো হলো 


1.5 টনের এসি বিদ্যুৎ বিল  হিসাব করে দেখি।

আপনি এসিটি দৈনিক 6 ঘণ্টা করে চালাবেন 

1 মাসে চালাবেন 6×30 = 180 ঘন্টা 

1.5 টনের একটি এসি বিদ্যুৎ লোড নে 1800w ওয়াট

মাসে আপনার বিদ্যুৎ খরচ হবে = 180×1800

=324000 ওয়াট ঘন্টা। 

1 কিলোওয়াট =1000 w ওয়াট অর্থাৎ 1 ইউনিট বিদ্যুৎ।

সুতরাং আপনার বিদ্যুৎ খরচ হয়েছে 324000÷1000  = 324 ইউনিট বিদ্যুৎ।

প্রতি ইউনিট 6 টাকা করে মাসিক বিল = 6×324 = 1944 টাকা।

প্রতি ঘন্টায় খরচ বের করতে = 1944÷180= 11 টাকা।


অর্থাৎ 1.5 টনের একটি এসি, প্রতি ঘন্টা  11 টাকা করে খরচ হয়েছে।


এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব, এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি ইত্যাদি,এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti, এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন, এসির বিদ্যুৎ বিল কমানো উপায়, এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় এসির বিদ্যুৎ বিলের হিসাব এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation 


এসির যত্ন 

এসি অন করার আগে দরজা-জানলা খুলে রাখুন


এসি চালানোর কিছুক্ষণ আগে অল্প কিছু সময়ের জন্য আপনার ঘরের সমস্ত দরজা-জানলা খুলে দিন এবং পাখাটাও চালিয়ে দিন।  ২০ মিনিট ধরে ঘরের জানলা-দরজা খুলে, পাখা চালিয়ে রাখুন। পরে যখন দরজা-জানলা বন্ধ করে আবার এসি চালাবেন, তখন ঘরটি ঠান্ডা করতে আপনার এসি মাত্র আধ ঘণ্টা বা তারও কম সময় নেবে।


ইনভার্টার এসি ব্যবহার করুন


 বিদ্যুৎ খরচে সাশ্রয় হবে। সেক্ষেত্রে ইনভার্টার কিনুন। ইনভার্টার এসির ব্যবহারে বিল কম আসে। ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে  ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে, যা ঘরের তাপমাত্রার ওপর নির্ভর করে কমপ্রেসর পুরোপুরি বন্ধ না করে, মোটরটির চলার গতি কমিয়ে দেয়। এর কারণেই বিদ্যুৎ খরচ কমে আসে, যা পরিবেশবান্ধব। 

এসি-র সঠিক তাপমাত্রা সেট করুন


এসি অন করে তার তাপমাত্রা অন্তত ২০ মিনিটের জন্য ১৬ ডিগ্রিতে কুইক কুল মোডে রাখুন এবং তারপরে সেটিকে ২৪ ডিগ্রিতে সেট করুন। এমনটা করলেও ইলেকট্রিক বিল কম আসবে। 

 এসি-র তাপমাত্রা যত বাড়ানো হয়, প্রতি ডিগ্রিতে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই আপনার এসি ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ ডিগ্রিতে চালিয়ে রাখলে ইলেকট্রিক বিল অনেকটাই বাঁচাতে পারবেন।


এসি চালিয়ে টাইমার সেট করে দিন


বেশির ভাগ মানুষই রাতে ঘুমানোর সময় এসি চালিয়ে টাইমার সেট করে রাখেন, যাতে একটা নির্দিষ্ট সময় পরে মেশিনের কম্প্রেসর বন্ধ হয়ে যায় এবং ইলেকট্রিক বিলও কম করা যায়।


ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখুন


ঘরে টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে এসি চালানোর আগে এই ধরনের ডিভাইস বন্ধ করে রাখলে কম বিদ্যুৎ খরচ হবে।


ঠিক সময়ে এসি সার্ভিসিং

 যেখানে ধূলোবালি থেকে সৃষ্ট নোংরার পরিমাণ একটু বেশি, সেরকম জায়গায় দুই থেকে তিন মাস অন্তর এসি সার্ভিসিং করানো অত্যন্ত জরুরি। এমনটা করতে পারলে আপনার এসি যেমন ঠান্ডাও ভাল হবে, তেমনই আবার ইলেকট্রিক বিলও একটু সাশ্রয় করতে পারবেন। পুরনো এসিগুলো নতুনের মত খুব বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয় না।

এসি টেম্পারেচার সবসময় ২৫ ডিগ্রির মধ্যে রাখবেন

এসির ফিল্টার পরিষ্কার রাখবেন

ঘুমানোর সময় টাইমার ব্যবহার করবেন ।

সূর্যের আলো প্রবেশ না করে তার জন্য পর্দা ব্যবহার করবেন।


আশা করি এই টিপস গুলো ফলো করলে, আপনাদের বাসা বাড়িতে এসির বিদ্যুৎ বিল কমিয়ে আনতে পারবেন।

এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব, এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti, এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন, এসির বিদ্যুৎ বিল কমানো উপায়, এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় এসির বিদ্যুৎ বিলের হিসাব এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation


আরো খবর জানতে :




এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব,

এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি ইত্যাদি,এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti,

এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন,

এসির বিদ্যুৎ বিল কমানো উপায়,

এসির বিদ্যুৎ বিল কমানোর উপায়,

এসির বিদ্যুৎ বিল কমানোর কিছু কৌশল,

এসির বিদ্যুৎ বিল কমানোর খরচ,

এসির বিদ্যুৎ বিল কমানোর জন্য আবেদন,

এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি,এসির বিদ্যুৎ বিল হিসাব,এসির বিদ্যুৎ খরচ হিসাব, এসির বিদ্যুৎ বিল হিসাব করার পদ্ধতি ইত্যাদি,এসির বিদ্যুৎ বিল কমানো,ac biddut bill komanor upay,ac bill komano podduti, এসির বিদ্যুৎ বিল কমানোর আবেদন, এসির বিদ্যুৎ বিল কমানো উপায়, এসির বিদ্যুৎ বিল কমানোর উপায় এসির বিদ্যুৎ বিলের হিসাব এসি বিল কমানো উপায় | এসির যত্ন  | Air Conditioner bill Calculation ,ac,air conditioner, air conditioner, ac bill hisab,ac biddut bill hisab, গরমে এসির বিদ্যুৎ খরচ কমানোর সহজ উপায়



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url