Prize bond Draw 2022 । প্রাইজবন্ড ড্র ফলাফল ।

 Prize bond Draw 2022,  প্রাইজবন্ড ড্র ফলাফল
 

১০০ টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের 'ড্র' -এর ফলাফল অনুসন্ধান। Prize bond Draw 2022 । প্রাইজবন্ড ড্র ফলাফল ।

বাংলাদেশ প্রাইজবন্ডের 'ড্র' -এর ফলাফল অনুসন্ধান ।

এই লিঙ্কে ক্লিক করুন (http://www.irdbd.online/prizebond/)  মাধ্যমে, আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ফলাফল দেখতে পারেন 


প্রাইজ বন্ড ড্রয়ের ফলাফল অনলাইনে দেখার নিয়ম | 

এই লিঙ্কে ক্লিক করুন (http://www.irdbd.online/prizebond/)  মাধ্যমে, আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ফলাফল দেখতে পারেন।

লিংকে ক্লিক করলে নিচের চিত্রের মত পেইজ আসবে

যদি একটি একটি করে আলাদা ভাবে দেখতে চান তবে

"সংখ্যা লিখুন" বাটনে ক্লিক করুন। 

এখন নীচের মত একটি পইজ আসবে।



এখানে  সাদা ঘরে  শুধুমাত্র নাম্বারটি লিখুন।

 অনুসন্ধান বাটনে ক্লিক করলে আপনার ফলাফল পেয়ে যাবেন।

প্রাইজবন্ডের নাম্বার লেখার নিয়মঃ

1.প্রাইজবন্ডের সাধারণ সংখ্যাটি (সিরিজ ব্যতীত) বাংলায় অথবা ইংরেজিতে লিখুন এবং অনুসন্ধান বাটনে ক্লিক করুন।

2.একাধিক সাধারণ সংখ্যা একসাথে অনুসন্ধানের জন্য সংখ্যাগুলোকে কমা (,) দ্বারা আলাদা করুন। উদাহরণঃ ০৪৬৯০৮০, ০৯১৮০০৯

3.ধারাবাহিক (সিরিজ) সাধারণ সংখ্যা অনুসন্ধানের জন্য প্রথম ও শেষ সংখ্যার মাঝে হাইফেন (-) ব্যবহার করুন। উদাহরণঃ ০৪৬৯০৮০-০৯১৮০০৯


যদি একসাথে অনেকগুলো নাম্বারের রেজাল্ট  দেখতে চান তবে

১. "সংখ্যা আপলোড করুন " বাটনে ক্লিক করুন। 

২. নীচের চিত্রের মতো একটি একসএল (Microsoft Excel sheet) সীট (সিরিজ ব্যতীত)করে রাখুন।

৩. এরপর "Choose File" এ ক্লিক করে Microsoft Excel Sheet File টি আপলোড করুন। 

৪. "আপলোড" বাটনে ক্লিক করলে সকল প্রাইজবন্ডের ফলাফল একসাথেই দেখাবে।



বাংলাদেশ প্রাইজবন্ডের 'ড্র' -এর ফলাফল অনুসন্ধান১০০ টাকা  প্রাইজবন্ডের ১০৭ তম ‘ড্র’ এর ফলাফল ২০২২


অদ্য ২৫ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ/০৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে  ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে ১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১০৭তম ‘ড্র অনুষ্ঠিত হয়।


 একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয়


বর্তমানে প্রচলনযােগ্য ১০০/- (একশত) টাকা মূল্যমানের ৬৮ (আটষট্টি)টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ, খস, খহ, গক, গখ, গগ, গঘ, গঙ, গচ, গছ, গজ, গঝ, গঞ, গট, গঠ, গড, গঢ়, গথ এবং গদ এই ‘ড্র’-এর আও তাভুক্ত। 


১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডসমূহের বিভিন্ন পুরস্কারের বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হইল:


কিছু সাধারণ প্রশ্ন ও এর উত্তর

আপনার যোগ করা প্রাইজ বন্ড-এর ফলাফল, আরো সহজে জানতে এখনি লগইন করুন।

আপনি কি জানেন? প্রাইজবন্ড-এর ড্র'র ফলাফল প্রকাশ হওয়ার পরের দুই বছরের মধ্যে আপনি আপনার পুরস্কার দাবি করতে পারবেন।

প্রাইজ বন্ড বাংলাদেশ সরকারের একটি সুদ বিহীন বিনিয়োগ পদ্ধতি। স্থানীয়ভাবে সম্পদ সংগ্রহ এবং জনসাধারণকে সঞ্চয়ে উৎসাহিত করার লক্ষ্যে চালু করা হয়। 

প্রাইজ বন্ড বিক্রয়ের মাধ্যমে সরকার জনগণের নিকট থেকে ঋণ গ্রহণ করে এবং পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত ড্র অনুযায়ী বিজয়ী নম্বরের বন্ডের অনুকূলে আর্থিক পুরস্কার প্রদান করে।

প্রাইজ বন্ডের ড্র  কখন হয়  ?

সাধারণত, প্রতি তিন মাস অন্তর (৩১ জানুয়ারী, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর) 'ড্র' অনুষ্ঠিত হয়। তবে উক্ত তারিখগুলোর কোনটিতে কোন সাপ্তাহিক ছুটি  বা সরকারি ছুটি , অথবা অন্য কোন কারনে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হতে না পারলে পরবর্তী কার্যদিবসে করা হয়।

আরো খবর জানতে :

Walton Refrigerator : ওয়ালটন ডিপ ফ্রিজের দাম >>>
Payoneer থেকে টাকা আনুন bKash এ মাত্র ১ মিনিটে>>>
বিকাশে টাকা জমানোর নিয়ম ২০২২>>>

টেলিটলক নতুন Unlimited অফার 2022  >>>

To know about Bangla borna>>

To know about Women's health >>>

To know about Mem's health >>>>

[বাংলাদেশ প্রাইজ বন্ড ড্র এর ফলাফল অনলাইনে দেখবো কিভাবে? গত দুই বছরের প্রাইজবন্ড ড্র এর ফলাফল প্রাইজ বন্ড রেজাল্ট, প্রাইজবন্ড ড্র'র ফলাফল, বাংলাদেশ প্রাইজ বন্ড সম্পর্কিত কিছু সাধারন প্রশ্ন ও উত্তর Search Prizewinning bond numbers, 100 Taka Prize Bond Draw Result 2022, How can I check my prize bond results? How many times prize bond draws in a year? What is the date of 100 prize bond? How can I check my prize bond in Bangladesh? 107th Prize Bond Draw Result 2022 Bangladesh Bank Search Prizewinning bond numbers - Bangladesh Bank 100 Taka Prize Bond Draw Result 2022 Bangladesh Bank 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url