Padma Bridge toll rates 2022-পদ্মা সেতুর টোল হার-তালিকা ২০২২

Padma Bridge toll rates 2022-পদ্মা সেতুতে পারাপারের জন্য টোল হার  
পদ্মা সেতুর টোল তালিকা ২০২২ | পদ্মা সেতু টোল রেট বিস্তারিত:

Padma Bridge toll rates 2022-পদ্মা সেতুতে পারাপারের জন্য টোল হার:  

পদ্মা সেতুর টোল:




সেতু পার হতেকোন গাড়িতে কতো টোল দিতে হবে?

মোটরসাইকেলে ১০০ টাকা, 

কার বা জিপে ৭৫০ টাকা, 

পিকআপ ভ্যানে ১ হাজার ২০০ টাকা, 

মাইক্রোবাসে ১ হাজার ৩০০ টাকা, 

ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, 

মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা, 

বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা,

মাঝারি ট্রাকে (৫ টনের বেশি থেকে ৮ টন) ২ হাজার ১০০ টাকা, 

মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২ হাজার ৮০০ টাকা, 

ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫ হাজার ৫০০ টাকা, 

ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬ হাজার টাকা ও 

ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ৬ হাজারের সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।

বর্তমানে ফেরি পারাপারে যে টোল দিতে হয়, সেতু পার হতে তার প্রায় দেড় গুণ টোল দিতে হবে।

বিভিন্ন ধরনের পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

[Tag:পদ্মা সেতুর টোল-পদ্মা সেতুর টোল: মোটরসাইকেল ১০০, ছোট গাড়ি ৭৫০-Toll-Rate-(Bangabandhu-Bridge) - বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-Padma bridge:Padma Bridge toll rates 2022-পদ্মা সেতুতে পারাপারের জন্য টোল হার  Padma Bridge toll rates 2022-পদ্মা সেতুর টোল হার   পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল - Bdnews24 Proposed toll for bus পদ্মা সেতুর টোল কত হবে, এখন ফেরিতে খরচ কত | প্রথম আলো-Government declares Padma Bridge toll chart - Dhaka Tribune Tk 2400, truck Tk 2800 Padma Bridge toll rates fixed - New Age ]

আরো খবর জানতে :

বিকাশে টাকা জমানোর নিয়ম ২০২২>>> 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url