জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা 2022 : কিছু প্রশ্নের উত্তর National High School Programming Contest 2022

 National High School Programming Contest 2022

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা 2022

 বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরসমূহ

(Frequently Asked Questions)


জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা নি‌য়ে সাধারণ কিছু প্রশ্নের উত্তর এখানে যুক্ত করা হচ্ছে।


সাধারণ কিছু প্রশ্নের উত্তর

 1.কী কী প্রতিযোগিতা হবে?
>> এই আয়োজনে আইসিটি কুইজ এবং কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা থাকবে। উভয় প্রতিযোগিতার বাছাই প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। কুইজ প্রতিযোগিতার সময় সীমা থাকবে ৩০ মিনিট যেখানে আইসিটি বিষয়ক বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বেশ কিছু প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে হবে যে কোন একটা প্রোগ্রামিং ভাষা ব্যবহারের মাধ্যমে।

 2.এই প্রতিযোগিতায় কারা অংশ নিতে পারবে?
>> কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুইটি ক্যাটাগরিতে (জুনিয়র ও সিনিয়র) শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা হবে একক। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের (বাংলা ও ইংরেজি মাধ্যম, মাদ্রাসা এবং পলিটেকনিক) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী ও পলিটেকনিক চতুর্থ পর্ব পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা জুনিয়ির ক্যাটেগরি এবং দশম থেকে দ্বাদশ শ্রেণী ও পলিটেকনিকের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা (চতুর্থ সেমিস্টার পর্যন্ত) সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করবে।

 3.একই শিক্ষার্থী কী কুইজ এবং প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবে?
>> না। একজন শিক্ষার্থী শুধুমাত্র কুইজ অথবা প্রোগ্রামিং প্রতিযোগিতার যে কোন একটিতে অংশগ্রহন করতে পারবে।

 4.এবছর আঞ্চলিক প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হবে?
>> এবছরে কোন আঞ্চলিক প্রতিযোগিতা থাকছে না। শিক্ষার্থীরা অনলাইনে মহড়া ও বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। অনলাইন বাছাই প্রতিযোগিতা থেকে নির্বাচিতদের নিয়ে ঢাকায় অফলাইনে চূড়ান্ত প্রতিযোগিতা আয়োজন করা হবে।

 5.অংশগ্রহণের জন্য কী আগেই নিবন্ধন করতে হবে?
>> হ্যাঁ। প্রত্যেককে কুইজ অথবা প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য online.nhspc.net/register লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।

 6.প্রতিযোগিতা কী দলগত হবে নাকি একক?
>> কুইজ এবং কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা দুটোই হবে ব্যক্তিগত। অর্থাৎ তোমাকে একা একা অংশ নিতে হবে। দলীয়ভাবে অংশ নেওয়া যাবে না।

 7.কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতায় কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে হবে?
>> সি(C)/ সি++(C++) এবং পাইথন

 8.পাইথনে কি প্রোগ্রাম করা যাবে?
>> হ্যাঁ যাবে।

 9.অনলাইন প্রোগ্রামিং কনটেস্টে অংশ নেওয়ার জন্য কী করা দরকার? কীভাবে আমার সমাধান জমা দেব?
>> এই ভিডিওটিতে ধাপে ধাপে কীভাবে একটা সমস্যার সমাধান অনলাইন জাজে জমা দিতে হয় তা বলা আছে। এখান থেকে তুমি তা দেখে নিতে পারো।

 10.কুইজ প্রতিযোগিতার প্রশ্ন বাংলা না ইংরেজিতে হবে?
>> আইসিটি কুইজের প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভাষায় দেওয়া থাকবে।

 11.আইসিটি কুইজের সিলেবাস কী?
>> আইসিটি কুইজে এনসিটিবি অনুমোদিত আইসিটি সিলেবাস থেকে এবং আইসিটি বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে।

 12.আইসিটি কুইজের প্রশ্ন কি এমসিকিউ হবে?
>> এমসিকিউ এবং লিখে উত্তর দেওয়ার মত উভয় ধরনের প্রশ্ন থাকবে। লিখে উত্তর দিতে হবে এমন উত্তর সবসময় একটি সংখ্যা হবে। সংখ্যাটি ইংরেজি সংখ্যা প্রতীকে (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0, ., +, - ইত্যাদি) লিখতে হবে।

 13.কুইজের এমসিকিউ প্রশ্নে কয়টি অপশন থাকবে?
>> ৩, ৪ বা ৫ টি অপশন থাকবে। অর্থাৎ অপশনের সংখ্যা নির্দিষ্ট নয়।

  • প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে online.nhspc.net/register ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • কুইজে রেজিস্ট্রেশন করার পরে online.nhspc.net ঠিকানায় প্রস্তুতিমূলক কুইজে অংশ নেওয়া যাবে। 
  • সকল পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ও লিংক nhspc.net/schedule ঠিকানায় পাওয়া যাবে।
  • Result:  https://online.nhspc.net/rules


ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২


জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের আইসিটি ও প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী করে তুলতে ও তাদের প্রোগ্রামিং দক্ষতা যাচাই করার জন্য আয়োজন ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি)। 

দেশের হাই স্কুল ও কলেজ তথা ষষ্ঠ-দ্বাদশ শ্রেণী এবং সমমানের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ২০১৫ সালে এই কার্যক্রম শুরু হয়। 

আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে সংগতি রেখে এই কার্যক্রমকে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রমিং প্রতিযোগিতা (National High School Programing Contest-NHSPC) হিসাবে অভিহিত করা হয়। 


To know more click bellow: 

ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২২ এর নিবন্ধন>>>



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url